শিরোনাম

ঢাকা, ৫ জানুয়ারি, ২০২৬ (বাসস) : সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের এপিএস রাশেদুল কাওসার ভূইয়ার আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।
আজ সোমবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারি মো. রিয়াজ হোসেন বাসস’কে বিষয়টি নিশ্চিত করেছেন।
আবেদনে বলা হয়েছে, আসামি রাশেদুল কাওসার ভূইয়া (৫৫) সাবেক আইনমন্ত্রীর এপিএস ও উপজেলা চেয়ারম্যান হিসেবে কর্মরত থেকে ক্ষমতার অপব্যবহার করার মাধ্যমে অবৈধভাবে ২ কোটি ৩০ লাখ টাকা মূল্যের সম্পদ অর্জন করে এবং তা ভোগ দখলে রাখার অপরাধে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন গত বছরের ২৮ আগস্ট মামলা দায়ের করেন। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। মামলার তদন্তের স্বার্থে আসামি রাশেদুল কাওসার ভূইয়া মূল আয়কর নথি (আয়কর নথি খোলার করবর্ষ হতে ২০২৫-২৬ করবর্ষ পর্যন্ত) জব্দ করে পর্যালোচনা করা একান্ত প্রয়োজন।