শিরোনাম

ঢাকা, ৪ জানুয়ারি, ২০২৬ (বাসস): রাজধানীর খিলক্ষেত টানপাড়া কল্যাণ সোসাইটির উদ্যোগে সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
রোববার বিকেলে খিলক্ষেতের নিকুঞ্জ বটতলা এলাকায় এই কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা ডিএ তায়েব।
তিনি বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো দয়া নয় বরং এটি আমাদের মানুষ হিসেবে বেঁচে থাকার নৈতিক দায়বদ্ধতা। সমাজের প্রতিটি সামর্থ্যবান মানুষ যদি একটি করেও কম্বল নিয়ে এগিয়ে আসেন, তবে এই দেশে কোন মানুষ শীতে কষ্ট পেত না।
টানপাড়া কল্যাণ সোসাইটির আহ্বায়ক জাহিদ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শাহিনুর আলম মারফত, সৈকত সরকার, অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম ও মতিউর রহমান স্বপন।
সভাপতির বক্তব্যে জাহিদ ইকবাল বলেন, মানুষ মানুষের জন্য। আমাদের এই ক্ষুদ্র প্রয়াস যদি একজনের গায়েও সামান্য উষ্ণতা জোগাতে পারে, তবেই আমাদের সংগঠনের কার্যক্রম সার্থক।
তীব্র শীতের মাঝে নতুন কম্বল পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।