শিরোনাম

খুলনা, ৪ জানুয়ারি, ২০২৬ (বাসস): বিএনপি ঘোষিত ৩১ দফার মাধ্যমেই বাংলাদেশের প্রকৃত উন্নয়ন সম্ভব। পাশাপাশি তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষার ভিত্তিতে আগামীর আধুনিক বাংলাদেশ গড়ে তোলা হবে বলেও মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল।
রোববার সন্ধ্যায় খুলনার খালিশপুরের ১২ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রকিবুল ইসলাম বলেন, বিএনপি যখনই রাষ্ট্রক্ষমতায় এসেছে, তখনই নারী উন্নয়ন, সামাজিক সংস্কার ও শিক্ষা খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পাশাপাশি বিদেশে খাদ্য রপ্তানির পথ উন্মুক্ত করেছিলেন।
তিনি আরও বলেন, শিক্ষার মান উন্নয়নে বিএনপিই দেশে প্রথম নকলমুক্ত পরীক্ষা পদ্ধতি চালু করে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া শিশুদের জন্য ‘খাদ্যের বিনিময়ে শিক্ষা’ কর্মসূচি প্রবর্তন করেন।
তিনি বলেন, সংবিধানে ‘বিসমিল্লাহ’ সংযোজনসহ ইসলাম প্রচার-প্রসার এবং আলেম সমাজের যথাযথ সম্মান প্রদর্শনে বিএনপি সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে।
বকুল বলেন, বিগত ১৬ বছরে দেশ অনেক ক্ষেত্রে পিছিয়ে পড়েছে। এখন আর পেছনে ফেরার সুযোগ নেই, বরং ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যাওয়ার সময় এসেছে। খালিশপুর এলাকার মানুষের ভাগ্য পরিবর্তনে দল-মত নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
দোয়া মাহফিলে বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী এবং সাবেক যুগ্ম আহ্বায়ক মো. চৌধুরী শফিকুল হোসেন। এছাড়া খালিশপুর থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আলী বাবু, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বিশ্বাস ও সাংগঠনিক সম্পাদক বিপ্লবুর রহমান কুদ্দুস উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ১২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. জাহিদুল হোসেন, সাধারণ সম্পাদক মো. খোদাবক্স কোরাইশি কাল্লু ও সাংগঠনিক সম্পাদক এস. আরিফুর রহমান শিমুলসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয়রা।
অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।