শিরোনাম

ঢাকা, ৩০ ডিসেম্বর, ২০২৫(বাসস): দেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি।
সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল হক আজ রাজধানীর গুলশানে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে এই শোক ও দু:খ প্রকাশ করেন। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
এতে সাইফুল হক বলেন, দেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়া গণতন্ত্রের সংগ্রামে আইকনিক ব্যক্তিত্ব হিসাবে বিবেচিত হবেন। তাঁর মৃত্যুতে দেশের গণতান্ত্রিক ধারার রাজনীতিতে যে শূণ্যতা তৈরী হলো তা সহজে পূরণ হবার নয়।
তিনি বলেন, এরশাদ সামরিক স্বৈরতন্ত্র বিরোধী আন্দোলন থেকে শুরু করে গত চার দশক ধরে দেশের গণতান্ত্রিক উত্তরণের সংগ্রামে দৃঢ়ভাবে নেতৃত্বদান করেছেন বেগম খালেদা জিয়া। গত ১৬ বছর আওয়ামী ফ্যাসিবাদী দু:শাসন বিরোধী গণসংগ্রাম, বিশেষ করে ২০২৪ এর জুলাই অভ্যুত্থানেও তিনি অনুপ্রেরণার উৎস হিসাবে কাজ করেছেন।
তিনি বলেন, এক এগারো থেকে শুরু করে ফ্যাসিবাদী শাসনামলে তিনি, তার পরিবার ও দল চরম নির্যাতন, নিপীড়ন ও প্রতিহিংসার শিকার হলেও তিনি প্রতিশোধমূলক মনোভাব পোষণ করেননি। বরং তিনি জনগণের বৃহত্তর ঐক্যের মধ্য দিয়ে দেশের গণতান্ত্রিক পথ চলা নিশ্চিত করতে চেয়েছেন।
তিনি আরও বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে, বিশেষ করে দেশে গণতান্ত্রিক রাজনৈতিক ধারা প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়া আইকনিক ব্যক্তিত্ব হিসাবেই বিবেচিত হবেন।
সাইফুল হক বেগম খালেদা জিয়ার সংগ্রামী জীবনের স্মৃতির প্রতি পরম শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানান।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ পেয়ে সাইফুল হক সকালে এভারকেয়ার হাসপাতালে ছুটে যান।
পরে তিনি চেয়ারপারসনের গুলশান অফিসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং দলের পক্ষ থেকে শোক প্রকাশ করে তাকে সমবেদনা জানান।