বাসস
  ১৯ ডিসেম্বর ২০২৫, ১০:১৮

ওসমান হাদির মৃত্যুতে চরমোনাই পীরের শোক

চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। ফাইল ছবি

ঢাকা, ১৯ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর) ভারতীয় আধিপত্যবাদ বিরোধী তরুণ বিপ্লবী, জুলাই গণঅভ্যুত্থানের অগ্রসেনানী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির (ওসমান হাদি) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

পীর সাহেব চরমোনাই বলেন, আমি ওসমান হাদির শোকাহত পরিবার, স্বজন, সহকর্মী ও বন্ধুসহ শোকাহত জনতার সঙ্গে সহমর্মিতা প্রকাশ করছি এবং তার রুহের মাগফেরাত কামনা করে জান্নাতে তার উঁচু মাকামের জন্য দোয়া করছি। 

তিনি ওসমান হাদির অসমাপ্ত স্বপ্ন ও সংগ্রামকে এগিয়ে নিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর সরকারের সকল শক্তি নিয়োজিত করে ওসমান হাদির হত্যাকারী, নির্দেশদাতা ও চক্রান্তকারীকে শাস্তির আওতায় আনার জোর দাবি জানান।