বাসস
  ১৫ ডিসেম্বর ২০২৫, ১৯:১৫

হাদির ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে এ্যাবের সমাবেশ 

ছবি: বাসস

চট্টগ্রাম, ১৫ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : ঢাকায় জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণ করে হত্যাচেষ্টার প্রতিবাদে ও সন্ত্রাসীদের গ্রেফতার দাবিতে চট্টগ্রামে প্রতিবাদ সমাবেশ করেছে এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স (এ্যাব)।

আজ সোমবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এই সমাবেশের আয়োজন করে এ্যাব চট্টগ্রাম বিভাগীয় কমিটি।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনা একটি নৃশংস ও কাপুরুষোচিত হামলা। হাদির ওপর গুলিবর্ষণকারীদের মুখোশ উন্মোচন হয়েছে। এরা আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণতন্ত্রকে বানচাল করতে এ ধরনের ঘৃণ্য পদক্ষেপ নিয়েছে। 

অবিলম্বে দুষ্কৃতকারীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিতের আহ্বান জানান তারা। 

এ্যাব চট্টগ্রাম বিভাগীয় সভাপতি ইঞ্জিনিয়ার সেলিম মোহাম্মদ জানে আলমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, চট্টগ্রাম মেট্টোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহ নওয়াজ, চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সম্মানি সম্পাদক খান আমিনুর রহমান, ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম, ইঞ্জিনিয়ার কামরুজ্জামান, ইঞ্জিনিয়ার ফয়সাল আজিম ও সাংবাদিক আলমগীর নুর প্রমুখ।