শিরোনাম

ঢাকা, ৮ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশে সাংস্কৃতিক ও রাজনৈতিক আগ্রাসন থেকে মুক্ত নতুন রাষ্ট্র কাঠামো নির্মাণে ওলামায়ে কেরামকে অগ্রণী ভূমিকা নিতে হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
তিনি বলেন, দেশের রাজনৈতিক পরিস্থিতিতে ইতিবাচক পরিবর্তনের ফলে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ তৈরি হয়েছে, আর এই পরিবর্তনকে সুসংহত করতে আলেম সমাজকে জনগণকে সচেতন করার দায়িত্ব পালন করতে হবে।
সোমবার দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ত্রৈমাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। সভার শুরুতে পরিষদের নবনিযুক্ত সভাপতি মুফতি মিজানুর রহমান সাঈদকে বরণ করে নেন সংগঠনের নেতৃবৃন্দ। সদ্যপ্রয়াত সভাপতি আল্লামা নুরুল হুদা ফয়েজির মৃত্যুতে শোক প্রকাশ ও দোয়া করা হয়।
চরমোনাই পীর বলেন, দেশের রাজনীতিতে নতুন জোট ও মহাজোট গঠনের যে উদ্যোগ চলছে, তা ইতিবাচক। তবে তিনি অভিমত ব্যক্ত করেন যে, যেকোনো রাজনৈতিক প্রক্রিয়ায় অপরাধ ও অনিয়মে জড়িত গোষ্ঠীর স্থান হওয়া উচিত নয়। তিনি বলেন, জাতীয় স্বার্থের প্রশ্নে সকলের দায়িত্ব হলো ন্যায়বিচার প্রতিষ্ঠার পথে বাধা সৃষ্টিকারীদের জবাবদিহির আওতায় আনা।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য মাওলানা নেয়ামত উল্লাহ আল ফরিদি, যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা শেখ ফজলে বারী মাসউদসহ পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।