শিরোনাম

ঢাকা, ২০ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির নামাজে জানাজাকে কেন্দ্র করে রাজধানী ঢাকায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে সরকার।
জানাজা উপলক্ষে ঢাকার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বডি ওর্ন ক্যামেরা, পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-সহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।
সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জাতীয় সংসদ ভবন ও রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় বডি ওর্ন ক্যামেরা ও রায়োর্ট কন্ট্রোল গিয়ারসহ ২০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
শহীদ ওসমান হাদির মরদেহ সিঙ্গাপুর থেকে উড়োজাহাজে করে গতকাল বিকেল ৫টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। পরে ৮ নম্বর হ্যাঙ্গার গেট দিয়ে কফিন বহন করে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের মর্গে নেওয়া হয়। যেখানে মরদেহটি রাতভর রাখা ছিল।
প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ২টায় জোহরের নামাজের পর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাঁর জানাজা অনুষ্ঠিত হচ্ছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এক হাজার বডি ওর্ন ক্যামেরাসহ বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করেছে। এছাড়া সংসদ ভবন এলাকায় ড্রোন ও ব্যাগ বহন নিষিদ্ধ করা হয়েছে।
ইনকিলাব মঞ্চ তাদের ফেসবুক পোস্টে জানিয়েছে, পরিবারের অনুরোধ অনুযায়ী হাদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের নিকটে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে দাফন করা হবে।
অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণা অনুযায়ী জুলাই যোদ্ধা হাদির মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর পুরান পল্টন এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশায় থাকার সময় গুলিবিদ্ধ হন শরীফ ওসমান বিন হাদি। পরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।