শিরোনাম

ঢাকা, ১৬ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : ‘একাত্তরের অর্জিত স্বাধীনতাকে অর্থবহ করার প্রতিজ্ঞা’ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী ৫৫তম বিজয় দিবস উদযাপন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
দিবসটি উপলক্ষে দেশের প্রতিটি জেলা, থানা ও উপজেলা শহরে বিজয় শোভাযাত্রার আয়োজন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজনের মাধ্যমে শহীদ মুক্তিযোদ্ধাদের রুহের মাগফিরাত কামনা করা হয়। এতে সকল মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের তিনশ’ সংসদীয় আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থীরা নিজ নিজ এলাকায় বিজয় দিবসের কর্মসূচিতে নেতৃত্ব দেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে দলটি জানায়, যে লক্ষ্য ও আদর্শকে সামনে রেখে মুক্তিযুদ্ধ হয়েছিল, তা গত ৫৫ বছরে পুরোপুরি অর্জিত হয়নি। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের যে স্বপ্ন নিয়ে মুক্তিযোদ্ধারা জীবনবাজি রেখে যুদ্ধ করেছিলেন, কোনো সরকারই তা নিশ্চিত করতে পারেনি।
দলটি আরও দাবি করে, বিশেষ করে বিগত পনের বছরে মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে, যা স্বাধীনতার মূল চেতনার সঙ্গে সাংঘর্ষিক। ইসলামী আন্দোলন বাংলাদেশ স্বাধীনতার প্রকৃত অর্থ বাস্তবায়নে ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানায়।