বাসস
  ১৮ ডিসেম্বর ২০২৫, ১৯:০১

তারেক রহমানের প্রত্যাবর্তনকে ঘিরে নিরাপত্তা ও সংবর্ধনার প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে : সালাহউদ্দিন

সালাহউদ্দিন আহমেদ। ফাইল ছবি

ঢাকা, ১৮ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, প্রায় ১৮ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তনকে ঘিরে নিরাপত্তা ও সংবর্ধনার প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

তিনি বলেন, আমাদের নেতার প্রত্যাবর্তন উপলক্ষে সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থাপনা প্রায় সম্পন্ন। আমরা বিমানবন্দর থেকে এভারকেয়ার হাসপাতাল, বাসায় যাতায়াত এবং সম্ভাব্য অন্যান্য অনুষ্ঠানস্থল সরেজমিনে পরিদর্শন করেছি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করা হচ্ছে।

আজ বৃহস্পতিবার গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ের সামনে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘ ১৬-১৭ বছরের গণতান্ত্রিক সংগ্রামে নেতৃত্ব দেওয়া তারেক রহমানের প্রত্যাবর্তন যেন বিগত ৫৫ বছরের সব দৃষ্টান্ত ছাড়িয়ে যায় এবং আগামী ৫৫ বছরেও এমন ঐতিহাসিক ঘটনা না ঘটে—সেই লক্ষ্যে স্মরণীয় আয়োজনের প্রস্তুতি চলছে।

তিনি বলেন, অভ্যর্থনা কমিটির সদস্য সচিব রুহুল কবির রিজভী, মিডিয়া সেলের প্রধান মওদুদ হোসেন আলমগীর পাভেলসহ সংশ্লিষ্ট যারা আছেন এবং নিরাপত্তা টিমের প্রধানের নেতৃত্বে আমরা একটি টিম বিমানবন্দরের অবতরণস্থল থেকে শুরু করে গাড়িতে ওঠা, যাতায়াতের রুট, যে জায়গায় আমরা অনুষ্ঠান করব, সেগুলো সরেজমিনে পরির্দশন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সমন্বয় করতে গিয়েছি। 

সালাহউদ্দিন আহমেদ বলেন, নিরাপত্তা ইস্যুতে সরকারের সংশ্লিষ্ট মহল ও বিভাগীয় প্রধানদের সঙ্গে আমাদের নিরাপত্তা টিমের প্রধানসহ অন্যান্য সদস্যরা বেশ কয়েকদিন ধরে সমন্বয় করেছেন। সরকারের পক্ষ থেকে সহযোগিতা পাওয়া যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

নেতাকর্মীদের ঢাকায় অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, ২৪ তারিখ রাত অথবা ২৫ তারিখ সকালের মধ্যে সারাদেশের জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ঢাকায় এসে নেতাকে স্বাগত জানানোর নির্দেশনা দেওয়া হয়েছে। দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের পর দেশের গণতন্ত্রের রক্ষাকবচ হিসেবে নেতাকে এক নজর দেখার জন্য সারাদেশে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা রয়েছে।

তারেক রহমান কয়টায় ঢাকায় এসে পৌঁছবেন, এ প্রসঙ্গে সালাহউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশ বিমানের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটে তিনি আসছেন এবং ল্যান্ডিং টাইম সকাল ১১টা ৫৫ মিনিট, অর্থাৎ প্রায় ১২টার দিকে।

সংবর্ধনার আয়োজন প্রসঙ্গে তিনি বলেন, জনগণের ব্যাপক উপস্থিতি ও জনদুর্ভোগ এড়ানোর বিষয় বিবেচনায় নিয়ে সম্ভাব্য স্থানগুলো পরিদর্শন করা হচ্ছে। কোথায় আয়োজন করা হলে সবার অংশগ্রহণ নিশ্চিত করা যাবে, তা চূড়ান্ত হলে জানানো হবে।

তিনি এ আয়োজন সফল করতে গণমাধ্যমসহ সবার সহযোগিতা কামনা করেন এবং সময়মতো ইলেকট্রনিক, প্রিন্ট, অনলাইন ও বিদেশি মিডিয়াকে বিস্তারিত জানানো হবে বলে উল্লেখ করেন।