শিরোনাম

ঢাকা, ১০ ডিসেম্বর, ২০২৫ (বাসস): ভুয়া ফটো কার্ড ব্যবহার করে রাজনৈতিক দল নিয়ে ডিজইনফরমেশন ক্যাম্পেইন শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ।
ফ্যাক্টওয়াচ জানায়, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে ঘিরে দৈনিক যুগান্তর ও বিবিসি বাংলার নামে কয়েকটি ভুয়া ফটোকার্ড ফেসবুকে ছড়ানো হচ্ছে।
সংবাদমাধ্যম দু’টির লোগোসহ আটটি ফটোকার্ড পাওয়া গেছে। এগুলোতে দল দুটিকে নিয়ে নানা শিরোনাম জুড়ে দেওয়া হয়েছে।
যাচাইয়ে দেখা যায়, সবকটিই ভুয়া; যুগান্তর বা বিবিসি বাংলা এমন কোনো ফটোকার্ডই প্রকাশ করেনি।
ফ্যাক্টওয়াচ অনুসন্ধান টিম জানায়, এসব ভুয়া ফটোকার্ড ব্যবহার করে রাজনৈতিক দলগুলোকে নিয়ে ডিজইনফরমেশন ক্যাম্পেইন চালানো হচ্ছে।
ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, গত এক বছর ধরে ভারতীয় গণমাধ্যম, ভারতভিত্তিক বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এবং দেশের কয়েকটি ফেসবুক পেইজ থেকে বাংলাদেশকে ঘিরে ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। এসব অপতথ্য মূলত অন্তর্বর্তীকালীন সরকার, চব্বিশের আন্দোলনে যুক্ত দল ও সংগঠনগুলোকে লক্ষ্য করে ছড়ানো হচ্ছে।
ভুয়া তথ্য ও গুজব ঠেকাতে ফ্যাক্টওয়াচ নিয়মিত কাজ করছে। প্রতিষ্ঠানটি লিবারেল আর্টস বাংলাদেশ বিশ্ববিদ্যালয় অনুমোদিত এবং সেন্টার ফর ক্রিটিক্যাল অ্যান্ড কোয়ালিটেটিভ স্টাডিজ (সিকিউএস) পরিচালিত একটি স্বাধীন ফ্যাক্ট-চেকিং সংস্থা।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ভিডিও, বিভ্রান্তিকর পোস্ট ও গুজব ছড়ানো বেড়েছে। ফ্যাক্টওয়াচ এসব বিষয় নিয়মিত যাচাই করছে এবং সত্য তুলে ধরার পাশাপাশি গুজব প্রতিরোধেও কাজ করছে।