শিরোনাম

ঢাকা, ১৭ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : সামাজিক যোগাযোগ মাধ্যমে এআই নির্মিত ছবি ব্যবহার করে জুলাই স্তম্ভ নিয়ে অপপ্রচার শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ।
ফ্যাক্টওয়াচ জানায়, ‘শাহবাগে জুলাই স্তম্ভে গোবর মেখে দিল তাওহীদি জনতা’ এমন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি ছড়িয়ে দেওয়া হয়।
তবে ফ্যাক্টওয়াচের অনুসন্ধান টিম জানায়, মূলধারার কোনো গণমাধ্যমে এমন তথ্য পাওয়া যায়নি। পাশাপাশি, ছবিটিও এআই দিয়ে তৈরি করা হয়েছে বলে আলামত পাওয়া গেছে।
ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, গত বছর থেকে ভারতীয় গণমাধ্যম, ভারত থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট এবং দেশের কিছু ফেসবুক পেইজ বাংলাদেশকে ঘিরে ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বাড়িয়েছে। বিশেষ করে এসব অপতথ্য সরকার, চব্বিশের আন্দোলনে অংশ নেওয়া দল ও সংগঠনকে লক্ষ্য করে ছড়ানো হচ্ছে।
দেশে চলমান গুজব ও ভুয়া খবর ঠেকাতে নিয়মিত কাজ করছে ফ্যাক্টওয়াচ। প্রতিষ্ঠানটি লিবারেল আর্টস বাংলাদেশ বিশ্ববিদ্যালয় অনুমোদিত এবং সেন্টার ফর ক্রিটিক্যাল অ্যান্ড কোয়ালিটেটিভ স্টাডিজ (সিকিউএস) পরিচালিত স্বাধীন ফ্যাক্টচেকিং সংস্থা।
সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ভিডিও, বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়ানোর ঘটনা বেড়েছে। ফ্যাক্টওয়াচ এসব নিয়মিত যাচাই করে সত্য তুলে ধরছে এবং গুজব প্রতিরোধে কাজ করছে।