বাসস
  ০৭ ডিসেম্বর ২০২৫, ১১:৩৪

আজ শেরপুর মুক্ত দিবস

ছবি: বাসস

শেরপুর, ৭ ডিসেম্বর, ২০২৫ (বাসস): আজ ৭ ডিসেম্বর, শেরপুর পাক হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এ দিনে বাংলার সূর্যসন্তান মুক্তিযোদ্ধারা পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে শেরপুর অঞ্চলকে শত্রু মুক্ত করেন।

সেই সঙ্গে মুক্ত শেরপুরে প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়।

জানা যায়, ১৯৭১ সালের ২৬ এপ্রিল সকালে পাক হানাদার বাহিনী ব্যাপক মর্টার শেলিং-এর মাধ্যমে শেরপুর জেলা শহরে প্রবেশ করে। এরপর পাক সেনারা স্থানীয় দালাল, রাজাকারদের সহায়তায় শহরের দোকান-পাট লুটপাট, অগ্নিসংযোগ, দখল, নির্মমভাবে গণহত্যা, ধর্ষণসহ নানা অত্যাচার শুরু করে। এছাড়া ২৪ নভেম্বর শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের সূর্যদী গ্রামে পাকসেনারা মুক্তিযোদ্ধাসহ ৪৭ জন নিরীহ গ্রামবাসীকে নৃশংসভাবে হত্যা করে।

এদিকে কামালপুর দুর্গ পতনের পর পাকবাহিনীর মনোবল ভেঙে পড়ে। ফলে শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতীর শালচূড়া ক্যাম্প ও আহাম্মদনগর ঘাঁটিতে আক্রমন করেন মুক্তিযোদ্ধারা। পিছু হটতে থাকে পাকসেনারা। একপর্যায়ে তারা ৬ ডিসেম্বর গভীর রাতে শেরপুর থেকে পিছু হটে জামালপুর পিটিআই ক্যাম্পে গিয়ে জমায়েত হয়। এভাবে রাতের আধাঁরে শেরপুর পাকবাহিনীর কবল থেকে মুক্ত হয়। ৭ ডিসেম্বর শেরপুর মুক্ত হয়।