শিরোনাম

ঢাকা, ৪ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু এবং দ্রুত আরোগ্য কামনা করে দোয়া ও মুনাজাত করা হয়েছে।
আজ বৃহষ্পতিবার বিকেলে মিরপুর শহীদ বুদ্ধিজীবী চত্বরে এই দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
ঢাকা-১৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী প্রকৌশলী সানজিদা ইসলাম তুলির আয়োজনে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে হাফেজ-কারী আলেম-ওলাসা, এবং স্থানীয় হাজারো নেতাকর্মী অংশ নেন।
অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড. মাহাদী আমিন, জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা, গুম হওয়া বিএনপি নেতা চৌধুরী আলমের সন্তান শাওন চৌধুরী, বিশিষ্ট লেখক রাকেশ রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
দোয়া অনুষ্ঠানের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে সানজিদা ইসলাম তুলি বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য শুধু আমরা নয় সারা দেশবাসী দোয়া করছে। আপনারা সবাই তাার সুস্থতার জন্য বেশি বেশি দোয়া করবেন।’
দোয়া ও মুনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা ওবায়দুর রহমান। অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার সুস্থতা, দেশের শান্তি-সমৃদ্ধি, নিখোঁজ সকলের নিরাপদ প্রত্যাবর্তন এবং জাতির মুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।