শিরোনাম

বরগুনা, ৪ ডিসেম্বর ২০২৫ (বাসস): জেলা বিএনপির আয়োজনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় আজ বিকেলে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য দেন, বরগুনা জেলা বিএনপির সদস্য সচিব হুমায়ুন হাসান শাহিন। বিশেষ বক্তব্য দেন, জেলা জামায়াতের আমির মাওলানা মহিবুল্লাহ হারুন।
এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ফজলুল হক মাস্টার, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নুরুল আমিন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নারী ও শিশু ট্রাইবুনালের বিশেষ পিপি অ্যাডভোকেট রন্জুয়ারা সিপু, বিএনপি নেতা এ জেড এম সালেহ ফারুক, রেজবুল কবির কেএম সফিকুজ্জামান মাহফুজ, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোস্তফা জামাল লিটন, কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।
দোয়া মোনাজাত পরিচালনা করেন, সদরঘাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি জাহিদুল ইসলাম।