বাসস
  ২৬ নভেম্বর ২০২৫, ১২:৪৩

চট্টগ্রামে পোশাক কারখানার গুদামের আগুন নিয়ন্ত্রণে

চট্টগ্রাম নগরীর কালুরঘাট শিল্পনগর এলাকায় একটি পোশাক কারখানার গুদামে আগুন নিয়ন্ত্রণে। ছবি: বাসস

চট্টগ্রাম, ২৬ নভেম্বর, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম নগরীর কালুরঘাট শিল্পনগর এলাকায় একটি পোশাক কারখানার গুদামে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। দেড় ঘণ্টার বেশি সময় চেষ্টার পর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

বুধবার (২৬ নভেম্বর) সকালে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর সাইফুল বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কালুরঘাট বিসিক শিল্প এলাকার পানমার্ক অ্যাপারেলস নামের একটি পোশাক কারখানার গুদামে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।

ফায়ার সার্ভিস চট্টগ্রাম অঞ্চলের কন্ট্রোল রুম থেকে জানানো হয়, খবর পেয়ে কালুরঘাট ও চন্দনপুরা ফায়ার স্টেশন থেকে চারটি ইউনিট ঘটনাস্থলে যায় এবং রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

অপারেটর সাইফুল বলেন, এই আগুন লাগার কারণ এখনও নিশ্চিতভাবে নির্ণয় করা যায়নি। আগুন লাগার সুনির্দিষ্ট উৎস জানতে তদন্ত চলছে। ক্ষয়ক্ষতি ও উদ্ধার কাজের সঠিক তদন্ত শেষে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।