বাসস
  ২১ জানুয়ারি ২০২৬, ২০:০৯

চট্টগ্রামে ‘হাজী কাচ্চি ঘর’ সিলগালা ও দু’টি প্রতিষ্ঠানকে জরিমানা

ছবি : বাসস

চট্টগ্রাম, ২১ জানুয়ারি, ২০২৬ (বাসস) : নগরীর চান্দগাঁও থানার মোহরায় খাবারে ক্ষতিকর রঙের ব্যবহার করায় ‘হাজী কাচ্চি ঘর’ নামে একটি রেস্তোরাঁকে সিলগালা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

এছাড়া মেয়াদোত্তীর্ণ কেক ও রসমালাই বিক্রির দায়ে ‘দোহা ফুড’কে ১৫ হাজার টাকা এবং অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার ও মেয়াদোত্তীর্ণ পাউরুটি বিক্রির অপরাধে ‘খাজা স্টোর’কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

আজ বুধবার (২১ জানুয়ারি) নগরের চান্দগাঁও থানার মোহরায় এই অভিযানে পরিচালনা করা হয়।
  
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ জানান, হাজী কাচ্চি ঘর নামের ওই প্রতিষ্ঠানে রান্নায় প্রচুর পরিমাণে নিষিদ্ধ কেমিক্যাল ও ক্ষতিকর ইন্ডাস্ট্রিয়াল রঙের ব্যবহার পাওয়া গেছে। এছাড়া রান্নার জন্য মজুত রাখা হয় বাসি গ্রিল ও চিকেন ফ্রাই। অত্যন্ত নোংরা পরিবেশে খাদ্য তৈরির অপরাধে প্রতিষ্ঠানটিকে সিলগালা করা হয়। এছাড়া আরও দু’টি প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

তিনি জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।