বাসস
  ২৫ নভেম্বর ২০২৫, ১৬:০৭
আপডেট : ২৫ নভেম্বর ২০২৫, ১৬:৫১

ইঞ্জিনিয়ার রিপন মৈশানের বহিস্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি

ছবি : বাসস

ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৫ (বাসস) : ইঞ্জিনিয়ার মো. শফিউল আজম মৈশান রিপনের বহিস্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেয়া হয়েছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত আজ এ বহিষ্কার আদেশ প্রত্যাহার করে রিপনের প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেয়া হয়েছে।

এতে আরো বলা হয়েছে, ‘ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপি'র প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে আপনাকে বহিষ্কার করা হয়েছিল। আপনার আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক আপনার বহিস্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেয়া হলো। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।’

রিপনের বহিষ্কার আদেশ প্রত্যাহার সংক্রান্ত সিদ্ধান্তে আরো বলা হয়েছে, ‘এখন থেকে দলীয় নীতি ও শৃঙ্খলা মেনে দলকে শক্তিশালী ও গতিশীল করতে আপনি কার্যকর ভূমিকা রাখবেন বলে দল আশা রাখে।’

ইঞ্জিনিয়ার রিপন মৈশান জাতীয়তাবাদী ছাত্রদল ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কুমিল্লা দক্ষিণ জেলা বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন। বিগত আন্দোলনে কারাবরণ করেন রিপন। বেশকটি মিথ্যা ও গায়েবি মামলায় বিগত আওয়ামী শাসনামলে তাকে আসামি করা হয়।