বাসস
  ২৭ অক্টোবর ২০২৫, ১৯:২৮

হাসিনার সাবেক প্রেস সচিব নাঈমুল ইসলাম খান ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

নাঈমুল ইসলাম খান এবং তার স্ত্রী নাসিমা খান মন্টি। ছবি: সংগৃহীত

ঢাকা, ২৭ অক্টোবর, ২০২৫ (বাসস): সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব নাঈমুল ইসলাম খান এবং তার স্ত্রী নাসিমা খান মন্টির বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ দুদকের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

দুদক জানায়, নির্ধারিত সময়ের মধ্যে কমিশনে সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ধারায় তাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।