বাসস
  ০৪ আগস্ট ২০২৫, ২০:৪৩

সরকারি বিভিন্ন সেবা ও উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুদকের অভিযান

ঢাকা, ৪ আগস্ট, ২০২৫ (বাসস) : সরকারি বিভিন্ন সেবা ও উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) দেশের তিনটি স্থানে পৃথক এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে।

দুদক জানায়, জাতীয় মহিলা সংস্থা বাস্তবায়িত ‘তথ্য আপা : ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে মহিলাদের ক্ষমতায়ন (দ্বিতীয় পর্যায়)’ প্রকল্পে অনিয়ম, বিধি-বহির্ভূত কার্যক্রম এবং সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দুদক প্রধান কার্যালয়ের একটি টিম অভিযান চালায়। অভিযানে প্রকল্প পরিচালকের সঙ্গে সাক্ষাৎ করে অভিযোগ সংশ্লিষ্ট বিষয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। পরে প্রকল্পের বিভিন্ন ব্যয় সংক্রান্ত নথি ও ব্যবস্থাপনার সঙ্গে সম্পর্কিত গুরুত্বপূর্ণ দলিলপত্র সংগ্রহ করা হয়।

এদিকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা ও রোগীর খাবার সরবরাহে নানাবিধ অনিয়মের অভিযোগে দুদক চাঁদপুর জেলা কার্যালয়ের একটি টিম অভিযান চালায়। ছদ্মবেশে রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলে দেখা যায়- চিকিৎসক অনুপস্থিতি, নার্স সংকট এবং উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার কর্তৃক রোগী দেখা হচ্ছে, যা মানসম্পন্ন সেবায় ব্যাঘাত ঘটাচ্ছে। খাবারের তালিকায় রুই মাছ থাকার কথা থাকলেও সরবরাহ করা হচ্ছে কমদামি তেলাপিয়া, পাশাপাশি খাবারের পরিমাণও কম।

এ ছাড়া গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে স্টেশনে টিকিট বিক্রিতে অনিয়ম ও যাত্রীসেবা নিয়ে অভিযোগে দুদকের গাজীপুর কার্যালয়ের দুদক টিম অভিযান চালায়। যাত্রীবেশে পর্যবেক্ষণে দেখা যায়- ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের টিকিটে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি টাকা আদায় করা হচ্ছে। যাত্রী বিশ্রামাগারের চেয়ার ভাঙা এবং পরিবেশ অস্বাস্থ্যকর হওয়ায় যাত্রী দুর্ভোগ বাড়ছে। তাৎক্ষণিকভাবে স্টেশন মাস্টারকে অবহিত করে দ্রুত পদক্ষেপ নিতে বলা হয়।