বাসস
  ০৪ আগস্ট ২০২৫, ১৪:৪৫

বিএনপি নেতা ডা. রফিকের দেয়া প্রতিশ্রুতি রক্ষা করলেন তারেক রহমান

সোমবার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ডা. সজীবের বাবার হাতে অক্সিজেন কনসান্ট্রেটর তুলে দেয়া হয়। ছবি : বাসস

বাসস, ৪ আগস্ট, ২০২৫ (বাসস) : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলটির নেতা ডা. রফিকের দেয়া প্রতিশ্রুতি রক্ষা করলেন।

গত ২ আগস্ট আমাদের জুলাই কর্তৃক আয়োজিত 'জুলাই চিকিৎসকদের গল্প' শিরোনামে শহীদ দুই ডাক্তারের পরিবারকে দেয়া সম্মাননা অনুষ্ঠানে শহীদ ডা. সজীব সরকারের বাবা হালিম সরকার এবং ডা. সজীবের অসুস্থ মায়ের জন্য একটি অক্সিজেন কনসান্ট্রেটরের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করা হয়।

বিষয়টি অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির স্বাস্থ্য সম্পাদক ডা. মো. রফিকূল ইসলামের নজরে আসে। তিনি সে অনুষ্ঠানেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে আলোচনা সাপেক্ষে তিনদিনের ভেতর অক্সিজেন কনসান্ট্রেটর দেয়ার প্রতিশ্রুতি প্রদান করেন।

দুইদিনের মধ্যেই আজ সোমবার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ডা. সজীবের বাবার হাতে অক্সিজেন কনসান্ট্রেটর তুলে দেয়া হয়।

উল্লেখ্য, গত ২৯ মার্চ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম সজীবের মায়ের জন্য একটি অক্সিজেন কনসান্ট্রেটর প্রদান করেন।

একটি অক্সিজেন কনসান্ট্রেটর দিয়ে তার পূর্নাঙ্গ চিকিৎসা হচ্ছিলো না, তাই ২য় অক্সিজেন কনসান্ট্রেটর তার হাতে তুলে দেয়া হয়।

অক্সিজেন কনসান্ট্রেটর তুলে দেয়ার সময় সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকূল ইসলাম বলেন, ‘বিএনপি কথা রাখতে জানে। সজীবের মায়ের কথা শুনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জরুরি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন। সেজন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে ধন্যবাদ।'

তিনি বলেন, জুলাই আন্দোলনে শহীদ অনেক পরিবারের খোঁজ না রাখার অভিযোগ আমরা পাই এবং এই ব্যাপারে সবসময় আমরা তাদের পাশে দাঁড়ানোর জন্য সচেষ্ট।

এ সময় তিনি ডা. সজীবের বাবা ও মায়ের কাছে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং জিয়া পরিবারের জন্য দোয়া চান।

ডা. সজীবের বাবা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ধন্যবাদ জানান তার পরিবারের পাশে দাঁড়ানোর জন্য।