বাসস
  ০৪ আগস্ট ২০২৫, ১৩:৩৭

ফ্লাইট এক্সপার্টের সদস্যপদ বাতিল করল আটাব

ঢাকা, ৪ আগস্ট, ২০২৫ (বাসস) : অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) ফ্লাইট এক্সপার্টের সদস্যপদ বাতিল করেছে । এটি একটি বৃহৎ অনলাইন ট্রাভেল এজেন্ট (ওটিএ)। 

কারণ সংস্থাটির প্রধান নির্বাহী হঠাৎ করে কার্যক্রম বন্ধ করে দেশত্যাগ করেছে। 

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আটাব জানিয়েছে, ফ্লাইট এক্সপার্টের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা অংশীদার সালমান বিন রাশেদ শাহ সায়েম গত ২ আগস্ট কোম্পানির অফিস তালাবদ্ধ করে, ওয়েবসাইট বন্ধ করে দেশ ত্যাগ করেছেন বলে অভিযোগ রয়েছে। এর ফলে গ্রাহক, ট্রাভেল এজেন্ট ও অন্যান্য অংশীদার আর্থিক অনিশ্চয়তায় পড়েছেন।

রোববার সন্ধ্যায় আটাবের কার্যনির্বাহী কমিটির এক জরুরি সভায় ফ্লাইট এক্সপার্টের সদস্যপদ বাতিলের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের স্বার্থে প্রতিষ্ঠানটির ইস্যুকৃত টিকিটের টাকা ফেরত দেওয়া বন্ধ রাখা এবং ব্যাংকগুলোকে ক্রেডিট কার্ড অফারের মাধ্যমে অতিরিক্ত ছাড় প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। সভায় আরও সিদ্ধান্ত হয়, ক্ষতিগ্রস্ত সদস্যদের সহায়তায় আইনি ও প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে আটাবের মহাসচিব আফসিয়া জান্নাত সেলেহ বলেন, 'সুস্পষ্ট নিয়ম-কানুন না থাকায় ওটিএ খাত বারবার প্রতারণার শিকার হচ্ছে। আমরা এভিয়েশন ও পর্যটন খাত রক্ষায় সরকারকে অবিলম্বে ওটিএ পরিচালনা নির্দেশিকা চূড়ান্ত ও কার্যকর করার আহ্বান জানাই'।

২০১৬ সালে প্রতিষ্ঠিত ফ্লাইট এক্সপার্ট প্রায় এক দশক ধরে ওটিএ হিসেবে কাজ করেছে। তবে, অন্যান্য কিছু অনলাইন ট্রাভেল প্ল্যাটফর্মের মতো এটি আক্রমণাত্মক ও অস্থিতিশীল ছাড় নীতির মাধ্যমে বাজার অস্থির করেছে বলে অভিযোগ রয়েছে।

আটাব জানিয়েছে, কোম্পানিটির ব্যাংক গ্যারান্টি প্রায় ৫০ কোটি টাকার হলেও তারা বড় ট্রাভেল এজেন্সি থেকে টিকিট কিনে পুনর্বিক্রয় করত, যা আর্থিক দায় আরও বাড়িয়েছে। তবে মোট দেনার পরিমাণ এখনও অজানা।

আটাব জানায়, অতিরিক্ত ছাড়ে টিকিট বিক্রি, বাজার মূল্য কারসাজি ও গ্রাহকের অর্থ আত্মসাৎ করে পালিয়ে যাওয়া—এটি নতুন নয়। এর আগে হালট্রিপ, ২৪টিকিট ডটকম ও লেট’স ফ্লাইসহ অন্যান্য ওটিএ একই ধরনের অনিয়ম করেছে ।'

সংস্থাটি জানিয়েছে, ওটিএ খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও ন্যায্য প্রতিযোগিতা নিশ্চিত করতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়কে দীর্ঘদিন ধরে স্পষ্ট নিয়ম-কানুন প্রণয়ন ও বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে।