শিরোনাম
ঢাকা, ৩ আগস্ট, ২০২৫ (বাসস) : বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী, গবেষক, লেখক ও শিক্ষাবিদ প্রফেসর এমিরেটাস ড. এম. শমশের আলীর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
আজ রোববার এক শোকবার্তায় তিনি বলেন, ড. শমশের আলীর ইন্তেকাল দেশের বিজ্ঞান, শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে এক অপূরণীয় ক্ষতি।
শোকবার্তায় অধ্যাপক পরওয়ার বলেন, ড. শমশের আলী শুধু একজন বিজ্ঞানী নন, তিনি ছিলেন বিজ্ঞানের আলোকবর্তিকা। তত্ত্বীয় পদার্থবিজ্ঞান ও বিজ্ঞানের দর্শন বিষয়ে তাঁর নিরলস গবেষণা দেশবিদেশে ব্যাপক স্বীকৃতি পেয়েছে। অসংখ্য গবেষণাপত্র ও গ্রন্থ পাঠক ও গবেষকদের আলোকিত করেছে। তিনি বিজ্ঞানকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ছিলেন এক অনন্য পথিকৃৎ এবং বাস্তব জীবনে ইসলামী অনুশাসনের অনুসারী।
তিনি বলেন, একজন শিক্ষাবিদ হিসেবে ড. শমশের আলী তাঁর ছাত্রদের মনে যে প্রেরণা ও আলোর সঞ্চার করে গেছেন, তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্থায়ী অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
অধ্যাপক পরওয়ার মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।