বাসস
  ০৩ আগস্ট ২০২৫, ১১:০১

মাইলস্টোনে বিমান বিধ্বস্তে নিহত শিক্ষিকার পরিবারের পাশে বিএনপি

শনিবার নিহত মেহেরীনের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়ান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ছবি: বাসস

ঢাকা, ৩ আগস্ট, ২০২৫ (বাসস) : রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে নিহত শিক্ষিকা মেহেরীন চৌধুরীর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে বিএনপি।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় গতকাল নিহত মেহেরীনের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়ান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির ঢাকা মহানগর উত্তরের নেতৃবৃন্দ।

নেতারা শোকাহত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং প্রয়োজনে সব ধরনের সহায়তা করার আশ্বাস দেন।

বিএনপির মিডিয়া সেলের ফেইসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

শিক্ষিকা মেহেরীন চৌধুরী বিমান বিধ্বস্তের ফলে অগ্নিকাণ্ড থেকে অন্তত ২০ জন শিক্ষার্থীর জীবন বাঁচাতে সক্ষম হলেও নিজে মারাত্মক আহত হয়ে মৃত্যুর কাছে হার মানেন।