বাসস
  ০৩ আগস্ট ২০২৫, ১০:০৮

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য নবায়ন কার্যক্রম নিয়ে মতবিনিময়

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য নবায়ন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।ছবি: বাসস

ঢাকা, ৩ আগস্ট, ২০২৫ (বাসস) : ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম মনিটরিং টিমের সঙ্গে ইউনিটটির নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রাজধানীর মিরপুর-১ এর নিউটন কনভেনশন সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। এতে ঢাকা মহানগর উত্তর বিএনপির জোন ৬ (নির্বাচনী এলাকা ঢাকা-১৪)-এর নেতাদের সঙ্গে মতবিনিময় করেন সদস্য নবায়ন মনিটরিং টিমের প্রধান অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল এবং সহ-প্রধান মোহাম্মদ জামির হোসেন। 

এতে সভাপতিত্ব করেন জোন ৬ প্রধান ও মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক, সাবেক কমিশনার ফেরদৌসী আহমেদ মিষ্টি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা এ বি সিদ্দিকী সাজু।

এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এবিএম রাজ্জাক, আশরাফুজজাহান জাহান, হাফিজুল হাসান শুভ্র, সাবেক কমিশনার শামীম পারভেজসহ সংশ্লিষ্ট থানা ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।

বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।