শিরোনাম
রংপুর, ২ আগস্ট, ২০২৫ (বাসস) : রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল বলেছেন, ‘জুলাই-আগস্টের শহীদদের মায়েদের আত্মত্যাগ জাতীয় জীবনে চিরন্তন প্রেরণার উৎস হয়ে থাকবে।’
তিনি বলেন, ‘জুলাই শহীদদের মায়েদের মহান আত্মত্যাগ আমাদের প্রেরণার উৎস। তাঁদের প্রিয় সন্তানেরা দেশের কল্যাণে জীবন উৎসর্গ করে ইতিহাসের এক নতুন অধ্যায় রচনা করেছেন।”
আজ ‘জুলাই পুনর্জাগরণ ২০২৫’ কর্মসূচির অংশ হিসেবে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘জুলাইয়ের মায়েরা’ শিরোনামে অভিভাবক সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে এই অনুষ্ঠানে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মায়েরা ও পরিবারের সদস্যরা অংশ নেন।
জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক রমিজ আলম, রংপুর মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সেলওয়ারা বেগম।
জুলাই-আগস্টের শহীদদের মা জাহানারা বেগম, শীলা বেগম, কানিজ ফাতেমা, নাসিমা বেগম, হাবিবা সুলতানা ও আঙুরা বেগম বক্তব্য রাখেন। এছাড়া জুলাই আন্দোলনের যোদ্ধা ইমরান আহমেদ, নাহিদ হাসান খানকার, হানিফ খান সজীব, আয়ান আহসান ও জামিল আহমেদও বক্তৃতা করেন।
এর আগে জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক মো. আলমগীর কবীর ‘জুলাইয়ের মায়েরা’ শিরোনামে একটি প্রামাণ্যচিত্র উপস্থাপন করেন।
জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, ‘অভ্যুত্থানের শহীদ ও আহতদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। তাদের পরিবার-পরিজন, বিশেষ করে মায়েদের প্রতি কৃতজ্ঞতা জানানো আমাদের নাগরিক দায়িত্ব।’
তিনি বলেন, ‘এই শোককে শক্তিতে রূপান্তর করতে হবে। সকল অপশক্তির বিরুদ্ধে সততা ও সচেতনতায় দায়িত্ব পালন করতে হবে, যাতে শহীদদের স্বপ্নের মতো একটি উন্নত, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা যায়।’
সরকারি কর্মকর্তা, পেশাজীবী ও সর্বস্তরের সাধারণ মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।