বাসস
  ০২ আগস্ট ২০২৫, ১৯:২৮

পিআইবি’র গণমাধ্যম ও সাংবাদিকতায় মাস্টার্সের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

ছবি : পিআইবি

ঢাকা, ২ আগষ্ট, ২০২৫ (বাসস) : প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর গণমাধ্যম ও সাংবাদিকতা বিষয়ে মাস্টার্স প্রোগ্রামের ২০২৪ শিক্ষাবর্ষের নবীন বরণ আজ শনিবার পিআইবি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা অনুষ্ঠানের উদ্বোধন করেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এস এম আমানুল্লাহ, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পিআইবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানের ওপর নির্মিত তথ্যচিত্র ‘শ্রাবণ বিদ্রোহ’ প্রদর্শন করা হয়। এরপর গণমাধ্যম ও সাংবাদিকতা বিষয়ে মাস্টার্স প্রোগ্রামের ২০২৪ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর মহাপরিচালক ফারুক ওয়াসিফ।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এস এম আমানুল্লাহ তার বক্তব্যে বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়নের সঙ্গে বাংলাদেশের সাংবাদিকতাকেও এগিয়ে নিতে হবে। 

তিনি বলেন, প্রচলিত গণমাধ্যম তত্ত্বাবলি ও পড়ালেখা বর্তমান তথ্য প্রযুক্তির যুগে অনেকটাই পরিবর্তিত হয়েছে। সাংবাদিকদের যুগের সাথে তাল মিলিয়ে চলতে হলে অবশ্যই কৃত্রিম বুদ্ধিমত্তা, বিগ ডেটা সংক্রান্ত দক্ষতা অর্জন করতে হবে।

সমাপনি বক্তব্যে ফারুক ওয়াসিফ বলেন, প্রত্যেকের নিজ জায়গা থেকে অপতথ্যের বিরুদ্ধে লড়াই করতে হবে। সত্যের শক্তি অনেক বেশি, সত্য দিয়ে মিথ্যার ন্যারেটিভ ভেঙে দিতে হবে। সাংবাদিকদের এ ব্যাপারে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে গণমাধ্যম ও সাংবাদিকতা বিষয়ে মাস্টার্স ও সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিপ্লোমা প্রোগ্রামের অন্যান্য ব্যাচের শিক্ষার্থীসহ পিআইবি’র কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন।