বাসস
  ০২ আগস্ট ২০২৫, ১৭:৫৫

ব্যবসায়ী সোহাগ হত্যা মামলায় আবির-রোমান রিমান্ডে

ঢাকা, ২ আগস্ট, ২০২৫ (বাসস) : রাজধানীর পুরান ঢাকায় মো. সোহাগ নামে এক ব্যবসায়ীকে হত্যার মামলায় গ্রেফতার আবির হোসেন ও রোমান ব্যাপারীর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।

আজ তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এসময় মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার তাদের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে শুক্রবার রাজধানী থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।

এদিকে আজ চার দিনের রিমান্ড শেষে আসামি সাগরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গত ২৯ জুলাই তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র।

কোতোয়ালি থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক তানভীর আহম্মেদ বাসস'কে বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত ৯ জুলাই সন্ধ্যা ৬টার দিকে মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেট সংলগ্ন রজনি ঘোষ লেনে পাকা রাস্তার ওপর একদল লোক ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে এলোপাতাড়ি আঘাত করে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে। ওই ঘটনায় পরের দিন ১০ জুলাই নিহতের বড় বোন মঞ্জুয়ারা বেগম বাদী হয়ে ১৯ জনের বিরুদ্ধে কোতয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা আরো ১৫/২০ জনকে আসামি করা হয়।

নিহত সোহাগ কেরানীগঞ্জ মডেল থানার পূর্ব নামাবাড়ি গ্রামের ইউসুফ আলী হাওলাদারের ছেলে। তিনি দীর্ঘদিন যাবত মিটফোর্ড এলাকার রজনি ঘোষ লেনে ব্যবসা করে আসছিলেন।