বাসস
  ০২ আগস্ট ২০২৫, ১১:০৭

কিংস্টনে পাবলিক পরিবহনে তারেক রহমানের যাতায়াত

ছবি : বিএনপি মিডিয়া সেল

লন্ডন, ২ আগস্ট ২০২৫ (বাসস): লন্ডনে আটপৌরে জীবনযাপন করেন বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তারেক রহমানকে প্রায়ই পাবলিক পরিবহনে চলাফেরা করতে দেখা যায়। পরিবারের জন্য নিজে বাজার করেন। সাক্ষাৎ প্রার্থীদের সঙ্গে দেখা করেন লন্ডন শহরের অদূরে কিংস্টনের সাদামাটা কোন রেস্তোরাঁ বা কফি শপের অলিন্দে।

গতকাল শুক্রবার দেখা গেছে কিংস্টন টাউন সেন্টারে যাওয়ার জন্য তারেক রহমান সাধারণ যাত্রীদের সঙ্গে বাস স্টপে অপেক্ষা করছেন। অত:পর সর্বসাধারণের সঙ্গে পাবলিক বাসে উঠে কার্ডের মাধ্যমে ভাড়া মিটিয়ে সিটে গিয়ে বসেন। আপন গন্তব্যে পৌঁছে আবার নেমে যাচ্ছেন।

স্থানীয় বিএনপি নেতারা জানান, তিনি যুক্তরাজ্যে বসবাসকালীন সময়ে কোনো ভিআইপি সুবিধা গ্রহণ না করে সাধারণ মানুষের মতো জীবন যাপন করে আসছেন। কোন জৌলুস নেই, বিলাসী আয়েশ নেই। যা তাঁর বিনয়, সাধারণ জীবন ধারণ এবং জনগণের সঙ্গে আত্মিক সংযোগের প্রকৃত প্রতিফলন।

বিএনপির মিডিয়া সেলের ফেইসবুক পেইজেও তারেক রহমানের জীবন যাপনের চিত্র তুলে ধরা হয়েছে।