শিরোনাম
ঢাকা, ১ আগস্ট, ২০২৫ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের প্রয়াত অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলমের মরদেহ আজ শুক্রবার দুপুর সাড়ে বারোটায় চীনের কুনমিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কার্গ্রো বিমান যোগে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছায় বিকেল সাড়ে তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান, প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরীসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা জানাজায় অংশগ্রহণ করেন ।
এরপর দাফনের লক্ষ্যে মরহুম অধ্যাপকের মৃতদেহ তার গ্রামের বাড়ি ব্রাক্ষণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাতলপাড়ে নিয়ে যাওয়া হয়।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফেরার পথে চীনের কুনমিং বিমানবন্দরে হৃদরোগে আক্রান্ত হয়ে গত ২৩ জুলাই ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিলো ৪৮ বছর।
অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম দ্য ডিয়াসোন একাডেমি অব সায়েন্সেস-এর আমন্ত্রণে ৭ম বার্ষিক সম্মেলনে অংশগ্রহণের জন্য গত ১৭ জুলাই দক্ষিণ কোরিয়া যান।