বাসস
  ০১ আগস্ট ২০২৫, ১২:৩২

নির্বাচন কমিশনে আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে এবি পার্টি

ঢাকা, ১ আগস্ট, ২০২৫ (বাসস) : নির্বাচন কমিশনের কাছে ২০২৪ সালের আয় ও ব্যয়ের হিসাব জমা দিয়েছে আমার বাংলাদেশ (এবি) পার্টি।

এতে আয় দেখানো হয়েছে, ১ কোটি ৩৭ লাখ ৯৪ হাজার ৩ শত ৪৪ টাকা। আর ১ কোটি ৩৬ লাখ ১৭ হাজার ২৩১ টাকা ব্যয়ের কথা বলা হয়েছে।

ব্যাংকে জমা রয়েছে ১  লাখ ৭৭ হাজার ১১৩ টাকা। গত বছরের (২০২৪ সাল) আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দিয়েছে দলটি।

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গিয়ে  নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের নিকট এই হিসাব জমা দেন এবি পার্টির ভাইস চেয়ারম্যান লে. কর্ণেল অব. হেলাল উদ্দিনের নেতৃত্বে একটি  প্রতিনিধিদল।

প্রতিনিধি দলে আরো উপস্থিত ছিলেন- দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ লোকমান, নারী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফারাহ নাজ সাত্তার ও শ্যাডো অ্যাফেয়ার্স কমিটির সদস্য ইমরান আহমেদ।

এ সময় লে. কর্ণেল হেলাল উদ্দিন জানান, দলের নেতা-কর্মীদের চাঁদার টাকায় এবি পার্টি তার আয়-ব্যয় করে থাকে। পাশাপাশি দলের শুভাকাঙ্ক্ষীদের  সহোযোগিতা ও অনুদানে এবি পার্টি তার কার্যক্রম পরিচালনা করছে।