বাসস
  ০১ আগস্ট ২০২৫, ১১:০২

দুর্ঘটনায় নিহত মায়ের গর্ভে জন্ম নেওয়া শিশুর পরিবারের পাশে তারেক রহমান

ছবি : বিএনপি মিডিয়া সেল

ময়মনসিংহ, ১ আগস্ট, ২০২৫ (বাসস) : জেলার ত্রিশালে ট্রাক চাপায় নিহত মায়ের গর্ভ ফেটে জন্ম নেওয়া শিশুটির পরিবারের ভরণপোষণের দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

২০২২ সালের ১৬ জুলাই ময়মনসিংহের ত্রিশালে ট্রাক চাপায় নিহত মায়ের গর্ভ ফেটে জন্ম নেয় শিশুটি। 

এরপর প্রতি মাসে তারেক রহমানের পক্ষ থেকে নিহত পরিবারকে নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রী পৌঁছে দেন ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) নাইমুল করিম লুইন।

প্রতি মাসের ন্যায় গতকালও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নিহতের পরিবারকে নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়।

বিএনপি’র মিডিয়া সেলের ফেইসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়।