বাসস
  ৩১ জুলাই ২০২৫, ২২:১৫

বরাদ্দপ্রাপ্ত সরকারি বাসা দশ দিনের মধ্যে বুঝে নিতে হবে

ঢাকা, ৩১ জুলাই, ২০২৫ (বাসস) : ঢাকা শহরে কর্মরত বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীগণের অনুকূলে সরকারি আবাসন পরিদপ্তরের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন শ্রেণির সরকারি বাসা বা বাড়ি কিছু শর্ত সাপেক্ষে বরাদ্দ প্রদান করা হয়। বরাদ্দপত্রে উল্লিখিত শর্ত অনুযায়ী বাসা খালি হওয়ার ১০ দিনের মধ্যে বাসার দখল বুঝে নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। 

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, অনেক সময় বরাদ্দপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে কিছু বরাদ্দ গ্রহীতা বাসা খালি থাকা সত্ত্বেও বাসা বুঝে নেন না। তাছাড়া, অনেকে বাসাটি খালি থাকা সত্ত্বেও বাসার দখল গ্রহণ না করে দীর্ঘদিন পর বরাদ্দকৃত বাসাটির পরিবর্তে অন্য একটি বাসা বাদের জন্য আবেদন করেন কিংবা বাসাটির বরাদ্দ বাতিলের আবেদন করেন।

এতে বাসাটি দীর্ঘদিন খালি থাকার কারণে একদিকে যেমন সরকার রাজস্ব আহরণ হতে বঞ্চিত হচ্ছে, অপরদিকে বাসার দখল ধরে রাখার কারণে অন্যদের বাসা বরাদ্দ দেয়া সম্ভব হচ্ছে না।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারি আবাসনের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং সরকারি রাজস্ব আদায়ের স্বার্থে সরকারি আবাসন পরিদপ্তরের নিয়ন্ত্রণাধীন বাসা বা বাড়ির বরাদ্দ প্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীগণ যাতে বরাদ্দ পাওয়ার পর বরাদ্দ পত্রের শর্ত মোতাবেক বাসাটি খালি হওয়ার ১০ দিনের মধ্যে দখলভার গ্রহণ কিংবা দখলভার গ্রহণে ইচ্ছুক না হলে তা দ্রুততার সাথে আবাসন পরিদপ্তরকে অবহিত করতে হবে।