বাসস
  ৩১ জুলাই ২০২৫, ২০:৩২

ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্সের সাবেক পরিচালকদের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও অর্থপাচারের মামলা

ঢাকা, ৩১ জুলাই ২০২৫ (বাসস) : ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সাবেক চেয়ারম্যান, পরিচালকসহ ২৪ ব্যক্তির বিরুদ্ধে ৪৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে একটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ দুদকের উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। মামলাটি করেছেন দুদকের উপপরিচালক সৈয়দ আতাউল কবির।

মামলার এজাহার থেকে জানা যায়, আসামিরা পরস্পর যোগসাজশে ২০১৪ সালের মার্চে ফারইস্ট ইন্স্যুরেন্স ৩৬ তোপখানা রোডের ৩৩.৫৬ শতাংশ জমি ও ভবন ২০৭.৩৬ কোটি টাকায় ক্রয়/বিক্রয় করে বিক্রিত মূল্য থেকে ৪৫ কোটি টাকা ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সাবেক চেয়ারম্যান  মো, নজরুল ইসলাম ও পরিচালক এম এ খালেক ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও অজ্ঞাত ব্যক্তিদের নামে হস্তান্তর করে অপরাধ লব্ধ আয়ের অবৈধ প্রকৃতি, উৎস, অবস্থান গোপন করার মানসে জ্ঞাতসারে বিভিন্ন ব্যাংকে স্থানান্তর করে ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা, দণ্ডবিধির ৪০৯/ ১০৯ ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় অপরাধ করেছেন।

আসামিরা হলেন—ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স কোম্পানির সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, সাবেক পরিচালক এম এ খালেক, সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. হেমায়েত উল্লাহ, মিথিলা টেক্সটাইল ইন্ডাস্ট্রিজের এমডি ও পরিচালক মো. আজহার খান ও মো. সোহেল খান, নজরুল ইসলামের স্ত্রী ও সাবেক ব্যাংক পরিচালক তাসলিমা ইসলাম, খালেকের স্ত্রী ও কন্যা সাবিহা খালেক ও সারওয়াৎ সিমিনসহ ২৪ জন।

দুদক জানায়, মামলার তদন্ত চলাকালে নতুন কারও সংশ্লিষ্টতা  পাওয়া গেলে তাদেরও অভিযুক্ত করা হবে।