বাসস
  ৩১ জুলাই ২০২৫, ১৮:৩৬

মতিঝিল থানায় হামলা সংক্রান্ত মামলায় তিনজন কারাগারে

ছবি : সংগৃহীত

ঢাকা, ৩১ জুলাই, ২০২৫ (বাসস) : ‎রাজধানীর মতিঝিল থানায় হামলা ও সরকারি দায়িত্ব পালনে বাধা সৃষ্টির অভিযোগে দ্রুত বিচার আইনে দায়ের করা মামলায় গ্রেফতারকৃত তিন আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। 

কারাগারে পাঠানো আসামিরা হলেন মহসীন রেজা (৪৫), রিমন খান (২১) ও রায়হান খান (২২)।

আজ তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়ায় পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার বিবরণে জানা গেছে, গত ৩০ জুলাই রাতে আসামিরা বেআইনিভাবে জনতাবদ্ধ হয়ে থানায় ঢোকার চেষ্টা করেন। এ সময় ডিউটিরত পুলিশ সদস্য বাধা দিলে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে তারা থানার ভেতরে ঢুকে পড়েন। পরে তারা ওসির খোঁজ করতে করতে ওসির (তদন্ত) কক্ষে প্রবেশ করেন এবং অফিসার ইনচার্জকে উদ্দেশ্য করে উচ্চস্বরে চিৎকার করে  বলেন, ‘আপনি কোন সাহসে বাংলার বাণী অফিসে পুলিশ পাঠালেন’ এবং টেবিল চাপড়িয়ে কৈফিয়ত দাবি করেন। এতে সেবা নিতে আসা সাধারণ নাগরিকরা আতঙ্কিত হয়ে পড়েন।

ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ফোর্স ঘটনাস্থলে পৌঁছালে তিনজনকে গ্রেফতার করা সম্ভব হয়, বাকিরা পালিয়ে যায়। এ ঘটনায় গ্রেফতারকৃত তিনজনসহ অজ্ঞাতনামা আরো ৩০-৪০ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেন পুলিশ।