বাসস
  ৩১ জুলাই ২০২৫, ১৭:৫৭

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের ৪ সদস্য গ্রেফতার

ঢাকা, ৩১ জুলাই, ২০২৫ (বাসস): রাজধানীর মোহাম্মদপুরে একই পরিবারের সাত সদস্যকে কুপিয়ে হত্যাচেষ্টার মামলায় ‘পাটালি গ্রুপ’ নামের কিশোর গ্যাংয়ের চার সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃতরা হলেন- মো. ফরহাদ (২৩), মো. হাসান ওরফে পাটালি হাসান (২২), মো. আলমগীর ওরফে ফর্মা আলমগীর (৩৭) ও মো. রফিক (২৩)।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানান।

এতে বলা হয়, গত ১৪ মে রাত দেড়টার দিকে মোহাম্মদপুরের জাফরাবাদে মো. আনোয়ার হোসেনের বাড়ির সামনে পাটালি হাসানের নেতৃত্বে হামলা চালানো হয়। দেশীয় অস্ত্র ও চাপাতি দিয়ে চালানো ওই হামলায় আনোয়ারসহ তার পরিবারের সাত সদস্য গুরুতর জখম হন।

ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে। আনোয়ার হোসেন মোহাম্মদপুর থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।

এতে আরও বলা হয়, মামলার পর ডিবি তেজগাঁও বিভাগের একটি চৌকস আভিযানিক দল তথ্য প্রযুক্তির সহায়তায় আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে জিগাতলা এলাকায় অভিযান চালিয়ে ফরহাদকে গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্যে সকাল ৬টার দিকে কেরানীগঞ্জের ঘাটারচর থেকে বাকি তিনজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে হামলায় ব্যবহৃত চারটি চাপাতি উদ্ধার করা হয়।

তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এছাড়া কিশোর গ্যাংয়ের পলাতক সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।