শিরোনাম
ঢাকা, ৩১ জুলাই, ২০২৫ (বাসস) : রাজধানী ঢাকাসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের চলমান বিশেষ অভিযানে ১ হাজার ৩৮৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
এর মধ্যে বিভিন্ন মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ৮১৫ জন এবং অন্যান্য অপরাধে আরও ৫৬৯ জনকে গ্রেফতার করা হয়।
পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় বিভিন্ন মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ৮১৫ জন এবং অন্যান্য অপরাধে আরও ৫৬৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
অভিযানের সময় অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
এর মধ্যে রয়েছে- দেশীয় পিস্তল একটি, দেশীয় এলজি একটি, একনলা বন্দুক দুটি, দেশীয় শুটারগান একটি, শর্টগানের গুলি চার রাউন্ড, শর্টগানের খোসা ছয় রাউন্ড, রাইফেলের গুলি ৫০ রাউন্ড, রাইফেলের গুলির খোসা ৫৩ রাউন্ড ও হ্যান্ড গ্র্যানেড দুটি।