শিরোনাম
ঢাকা দক্ষিণ, ৩১ জুলাই, ২০২৫ (বাসস): জেলার দক্ষিণ কেরানীগঞ্জে আগানগর ইউনিয়ন পরিষদের উদ্যোগে আজ বৃহস্পতিবার সকালে উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়েছে।
২০২৫-২৬ অর্থবছরের এক উন্মুক্ত জনসাধারণের নিকট থেকে শুনানি অনুষ্ঠিত হয়েছে আগানগর ইউনিয়ন বাবুবাজার ব্রিজ সংলগ্ন নিউ গুলশান সিনেমা হল প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রিনাত ফৌজিয়া।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আগানগর ইউনিয়ন পরিষদের প্রশাসক ও কেরানীগঞ্জ উপজেলা পল্লীউন্নয়ন কর্মকর্তা মো. তাইবুর রহমান, কেরানীগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মালা বরাক, আগানগন ইউনিয়ন বিএনপির সভাপতি আরসাদ রহমান সপু, সাধারণ সম্পাদক হাজী আসাদ খান, বাংলাদেশ ইসলামী আন্দোলন আগানগর শাখার সভাপতি মো. হাফেজ মিরাজ হোসেন মইন প্রমুখ।
এ সভায় বক্তারা বিভিন্ন সমস্যা গুলো তুলে ধরেন। পরিশেষে প্রধান অতিথি তার বক্তব্যে সমস্যা সমাধান করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।