বাসস
  ৩০ জুলাই ২০২৫, ২০:২২

সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের দাবি এনসিপির 

ঢাকা, ৩০ জুলাই, ২০২৫ (বাসস) : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশীদের ভোটাধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। 

আজ বুধবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে দলের যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহর নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে এ দাবি জানান। তারা এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলামের স্বাক্ষর করা একটি চিঠি সিইসির কাছে হস্তান্তর করেন। 

সিইসিকে দেওয়া এনসিপির ওই চিঠিতে বলা হয়েছে, ‘সারা বিশ্বে ছড়িয়ে থাকা দেড় কোটিরও বেশি প্রবাসীর পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি যে নির্বাচন কমিশন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকারের বিষয়ে উদ্যোগ গ্রহণ করেছে। কিন্তু আমারা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে পোস্টাল ব্যালট বা অনলাইন ব্যালটের মাধ্যমে ভোটাধিকার নিশ্চিত করার ক্ষেত্রে এখনো কোন স্পষ্ট রোডম্যাপ, সময়সীমা বা গাইডলাইন প্রকাশ করা হয়নি। শুধুমাত্র কয়েকটি দেশে সীমিত পাইলট প্রকল্প চালু করার কথা বলা হচ্ছে। আমাদের দূতাবাস ও কনস্যুলেটগুলোতে এখনো নিবন্ধন শুরুর কোন কার্যকরী উদ্যোগ নেয়া হয়নি। এনিয়ে সকল প্রবাসীরা অনেক ধোঁয়াশার মধ্যে রয়েছে।’

জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে তারা নির্বাচন কমিশনের কাছে তিনটি দাবি তুলে ধরেন। এগুলো হলো- অনলাইন নিবন্ধন প্রক্রিয়া দ্রুত শুরু করতে হবে এবং একটি পূর্ণাঙ্গ রোডম্যাপ ১৪ আগস্টের মধ্যে প্রকাশ করতে হবে। বিশ্বের যেসব দেশে প্রবাসী ভোটার রয়েছে, সেখানে অনলাইনে নিবন্ধন চালু এবং শেষ হওয়ার নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করতে হবে। কোন দেশে, কবে, কীভাবে নিবন্ধন হবে-তা স্পষ্টভাবে জানাতে হবে যেন প্রবাসীরা প্রস্তুতি নিতে পারেন।

ভোট গণনা ও ট্র্যাকিং কীভাবে স্বচ্ছতার সাথে নিশ্চিত হবে তা ১৪ আগস্টের মধ্যে জানাতে হবে। পোস্টাল বা অনলাইন ব্যালটে দেওয়া ভোট কীভাবে সঠিকভাবে গণনায় অন্তর্ভুক্ত হবে, কীভাবে তা ট্র্যাক করা যাবে, এবং ভোটের গোপনীয়তা ও নিরাপত্তা কীভাবে রক্ষা করা হবে-এসব প্রশ্নের সুস্পষ্ট দিক নির্দেশনা দিতে হবে, যেন আমরা আমাদের মতামত ও পরামর্শ যথাসময়ে দিতে পারি।

প্রবাসী ভোটারদের উদ্বেগ দূর করতে প্রতি দুই সপ্তাহ অন্তর একটি অনলাইন ব্রিফিং ও আপডেট প্রদান করতে হবে, এবং কোন দেশে, কী প্রক্রিয়ায় ভোটগ্রহণ হবে তা ওয়েবসাইট ও সামাজিক মাধ্যমে নিয়মিতভাবে প্রকাশ করতে হবে।

বৈঠকে শেষে সংবাদিকদের সাথে কথা বলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ। তিনি বলেন, আমরা নির্বাচন কমিশনের কাছে এসে বলেছি যে তারা যেন সুনির্দিষ্ট একটা রোডম্যাপ আমাদেরকে জানান। যাতে করে প্রবাসীরা ভোটাধিকার নিশ্চিত করতে পারেন। 

দলটির নিবন্ধন এবং প্রতীকের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এনসিপির এই নেতা বলেন, ‘আমরা  প্রতীক হিসেবে শাপলা চেয়েছি এটার আমাদের লিগেল আর্গুমেন্ট। আমরা মনে করি এটা আমরা পাওয়ার যোগ্য। আমাদের রেজিস্ট্রেশনের জন্য যে ডকুমেন্টগুলো আছে সেই ডকুমেন্টগুলো আমরা এখানে দিয়েছি যা ৪৩ হাজার পাতা। তবে কিছু জায়গায় ছোট ছোট টেকনিক্যাল কিছু বিষয় উনারা উল্লেখ করেছেন যেই জায়গাগুলো আমরা ঠিক করে তাদের কাছে আবার জমা দেবো। আমাদের ডেডলাইন ৩ আগস্ট। এর আগেই এটা জমা দেব।’