শিরোনাম
ঢাকা, ৩০ জুলাই, ২০২৫ (বাসস): গণপূর্ত অধিদপ্তরের পাঁচ প্রকৌশলী ও স্থাপত্য অধিদপ্তরের এক স্থপতি বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকায় ‘অসদাচরণ’ ও ’পলায়ন’-এর অভিযোগে পৃথক সময়ে প্রজ্ঞাপন জারী করে চাকরি থেকে বরখাস্ত করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।
যাদের বরখাস্ত করা হয়েছে তারা হচ্ছেন- মনিরুজ্জামান মনি, উপ-বিভাগীয় প্রকৌশলী (সিভিল), (রিজার্ভ), গণপূর্ত অধিদপ্তর, ঢাকা; আবদুল্লা আল মামুন, উপ-বিভাগীয় প্রকৌশলী(ই/এম), (চলতি দায়িত্ব) (রিজার্ভ), গণপূর্ত অধিদপ্তর, ঢাকা; মোছাঃ রাহানুমা তাজনীন, উপ বিভাগীয় প্রকৌশলী (সিভিল), (চলতি দায়িত্ব) (রিজার্ভ), গণপূর্ত অধিদপ্তর, ঢাকা; ফারহানা আহমেদ, নির্বাহী প্রকৌশলী (ই/এম)(চ:দা:), (রিজার্ভ), গণপূর্ত অধিদপ্তর, ঢাকা; মফিজুল ইসলাম সহকারী প্রকৌশলী (সিভিল), (রিজার্ভ), গণপূর্ত অধিদপ্তর, ঢাকা এবং শিরাজী তারিকুল ইসলাম, সহকারী স্থপতি, স্থাপত্য অধিদপ্তর, ঢাকা।
কর্মস্থলে বিনা অনুমতিতে অনুপস্থিত থাকায় ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’-এর অভিযোগে রুজুকৃত বিভাগীয় মামলায় তদন্তে প্রমাণিত হওয়ায় যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সরকারি কর্ম কমিশনের মতামত গ্রহণ করে এবং রাষ্ট্রপতির অনুমোদনক্রমে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোঃ নজরুল ইসলাম স্বাক্ষরিত আদেশের মাধ্যমে এসকল কর্মকর্তাদের চাকরি হতে বরখাস্ত করা হয়েছে।