বাসস
  ৩০ জুলাই ২০২৫, ১৪:৫৮

রাজধানীতে চোরাই মোবাইলসহ গ্রেফতার ৫

ছবি : বাসস

ঢাকা, ৩০ জুলাই, ২০২৫ (বাসস) : রাজধানীর ডেমরা এলাকা থেকে ১২৩টি চোরাই মোবাইল ফোনসহ মোবাইল চোরাকারবারি চক্রের পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে  ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র ডিবি-ওয়ারী বিভাগ।

গ্রেফতারকৃতরা হলেন-মো. নাছির সরকার (৩৮), মো. ইকবাল হোসেন (৫০), আব্দুল রাড়ী (৩৭),  মো. আব্দুল কাদের (৫০)  ও মো. মনির হোসেন (৩২)।

ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি-ওয়ারী জানতে পারে, গতকাল চোরাই মোবাইল ফোন বিক্রয়ের উদ্দেশ্যে কয়েকজন ব্যক্তি সুন্না টেংরা ও নগর ভবনের সামনে অবস্থান করছে। 

পরে অভিযান চালিয়ে পাঁচ জনকে গ্রেফতার ও তাদের হেফাজত থেকে ১২৩টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় চক্রটির আরও ৪-৫ জন সদস্য কৌশলে পালিয়ে যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ মোবাইল চোরাকারবারি চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করে। দেশের বিভিন্ন স্থান থেকে ছিনতাই কিংবা চুরি হওয়া মোবাইল ফোন সংগ্রহ করে ঢাকায় এনে বিক্রয় করত তারা। উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো বিক্রির জন্যই তারা ঘটনাস্থলে অবস্থান করছিল।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান। পাশাপাশি পলাতক অন্যান্য সদস্যদের চিহ্নিত করে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।