শিরোনাম
খুলনা, ৩০ জুলাই, ২০২৫ (বাসস) : জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী 'জুলাই পুনর্জাগরণ' শীর্ষক অনুষ্ঠানমালার ধারাবাহিকতায় খুলনা সিটি কর্পোরেশনের আয়োজনে আজ সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করা হয়েছে।
শোভাযাত্রার উদ্বোধন করেন, প্রধান অতিথি খুলনার বিভাগীয় কমিশনার ও কেসিসি প্রশাসক মো. ফিরোজ সরকার।
উদ্বোধনের শুরুতে প্রধান অতিথি তার বক্তৃতায় জুলাই ছাত্র-জনতার আন্দোলনে অংশ নিয়ে যারা শহীদ হয়েছেন এবং আহত হয়ে চিকিৎসারত আছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, ছাত্র-জনতা আমাদেরকে একটি নতুন বাংলাদেশ উপহার দিয়েছেন তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে। এই গণঅভ্যুত্থান ছাত্র-জনতা সবাইকে নতুন করে বাঁচতে শিখিয়েছে। আমরা চাই একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়তে, যেখানে থাকবে না কোন ভেদাভেদ।
এতে আরো বক্তব্য দেন, খুলনা জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, খুলনা রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হক, জুলাই আন্দোলনে নিহত শাকিব রায়হানের পিতা শেখ মো. আব্দুল আজিজ প্রমুখ।
এ সময় শোভাযাত্রাটি শিববাড়ি মোড় থেকে শুরু হয়ে নগরীর শহীদ হাদিস পার্কে গিয়ে শেষ হয়।