শিরোনাম
ঢাকা, ৩০ জুলাই, ২০২৫ ( বাসস) : রংপুরে একটি হিন্দুপাড়ায় হামলার ঘটনায় যৌথ অভিযানে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সদর দফতরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়েছে।
এতে বলা হয়, ধর্ম অবমাননার অভিযোগে এক ফেসবুক পোস্টকে কেন্দ্র করে রংপুরের গংগাচড়া উপজেলার বেতগাড়ী ইউনিয়নের আলদাদপুর বালাপাড়া গ্রামের হিন্দু পাড়ায় অজ্ঞাত লোকজন ভাঙচুর, লুটপাট ও হামলা চালিয়েছে।
এ ঘটনায় ২৯ জুলাই রবীন্দ্রনাথ রায় (৫৫) বাদী হয়ে গংগাচড়া মডেল থানায় ১ হাজার থেকে ১২শ’ অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেছে। এ মামলায় গত ২৪ ঘণ্টায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ পাঁচজনকে গ্রেফতার করেছে।
মামলাটি দণ্ডবিধির ১৪৯/৪৪৭/৪৪৮/৩৩২/৩৩৩/৩৫৩/৩৭৯/৩৮০/৪২৭/৩৪ ধারায় দায়ের করা হয়েছে।
স্থানীয় এক কিশোরের এক বিতর্কিত ফেসবুক পোস্টের প্রতিবাদের ফলে হামলাটি ঘটে বলে জানা গেছে।