বাসস
  ৩০ জুলাই ২০২৫, ১০:৫৫

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির কমিটি বিলুপ্ত; ঠাকুরগাঁওয়ে বহিষ্কার দুই নেতা 

ঢাকা, ৩০ জুলাই, ২০২৫ (বাসস): চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। 

শিগগিরই নতুন কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

মঙ্গলবার দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরেকটি বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১২ জুলাই ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির কাউন্সিল অধিবেশনকে কেন্দ্র করে হানাহানি ও সংঘাতের ঘটনা ঘটে।

স্থানীয় উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট মো. সৈয়দ আলম এবং সাবেক সাধারণ সম্পাদক পদপ্রার্থী ড. টি এম মাহবুবুর রহমান এ ধরনের হিংসাত্মক ও অশোভন আচরণের সঙ্গে জড়িত থাকায় দলীয় প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে তাদের বহিষ্কার করা হয়েছে।

বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।