বাসস
  ২৯ জুলাই ২০২৫, ১৩:০৪

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২,৬১৮টি মামলা

ঢাকা, ২৯ জুলাই, ২০২৫ (বাসস): রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২ হাজার ৬১৮টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

এছাড়া, অভিযানের সময় ৩শ’টি গাড়ি ডাম্পিং এবং ১১২টি গাড়ি রেকার করা হয়েছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এসব তথ্য জানানো হয়।

এতে আরো বলা হয়, সোমবার রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক বিভাগ পরিচালিত অভিযানে এসব মামলা করা হয়।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির এ অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।