বাসস
  ২৯ জুলাই ২০২৫, ১০:২৬

বিমান বিধ্বস্তে নিহতের পরিবারের পাশে বিএনপি

উত্তরায় বিমান বিধ্বস্তে নিহত অভিভাবক লামিয়া আক্তার সনিয়ার পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানান বিএনপি। ছবি: বাসস

ঢাকা, ২৯ জুলাই, ২০২৫ (বাসস) : উত্তরায় বিমান বিধ্বস্তে নিহত অভিভাবক লামিয়া আক্তার সনিয়ার পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানিয়েছেন বিএনপির নেতারা।

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মেয়েকে আনতে গিয়ে বিমান দুর্ঘটনার দগ্ধ হয়ে মারা যান লামিয়া আক্তার সনিয়া। ২১ জুলাইয়ের দুর্ঘটনার পাঁচদিন পর ডিএনএ টেস্টের মাধ্যমে তার মরদেহ শনাক্ত করা হয়। 

রাজধানীর উত্তরার ১৭ নম্বর সেক্টরের উলদাহা এলাকায় সোমবার শোকাহত পরিবারটির সঙ্গে দেখা করতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস. এম. জাহাঙ্গীর, এম. কফিল উদ্দীন, আফাজ উদ্দিনসহ অন্যান্য নেতারা।

বিএনপির পক্ষ থেকে নিহত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয় এবং প্রয়োজনীয় সবধরনের সহায়তার আশ্বাস দেওয়া হয়।

বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।