শিরোনাম
নেত্রকোনা, ২৮ জুলাই, ২০২৫ (বাসস): টংক আন্দোলনের মহানায়ক ব্রিটিশ বিরোধী সংগ্রামী, মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের উপদেষ্টা এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি কমডের মণি সিংহের ১২৪তম জন্মবার্ষিকী আজ পালিত হয়েছে।
দিনটি উপলক্ষে নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় নানা আয়োজনে পালিত হয়েছে দিনটি।
কমরেড মণি সিংহ মেলা উদ্যাপন কমিটির আয়োজনে আজ দুপুরে মনি সিংহ স্মৃতি জাদুঘর চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন, সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য ও মেলা উদ্যাপন কমিটির আহ্বায়ক কমরেড ডা. দিবালোক সিংহ।
এই সময় স্মৃতি জাদুঘর চত্বরে থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরবর্তীতে বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সুশীল সমাজের পক্ষ থেকে কমরেড মনি সিংহের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পন শেষে মনি সিংহ মিলনায়তনে মহান নেতার কর্ম ও ব্যক্তি জীবনের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কমরেড ডা. দিবালোক সিংহের সভাপতিত্বে ও সিপিবি উপজেলা কমিটির সাধারণ সম্পাদক রুপন কুমার সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, মেলা উদ্যাপন কমিটির যুগ্ন-আহবায়ক অজয় সাহা, সিপিবি সভাপতি আলকাছ উদ্দিন মীর, সিপিবি উপজেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোরশেদ আলম, সদস্য শামছুল আলম খান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সফিউল আলম স্বপন, আদিবাসী ফোরামের নেতা নিরন্তর বনোয়ারি, নারীনেত্রী তাসলিমা বেগম প্রমুখ।
আলোচনা শেষে শিল্পকলা একাডেমি ও উদীচী এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।
কমরেড মণিসিংহ ১৯০১ সালের ২৮ জুলাই কলকাতার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি সততা, সাহস, আত্মত্যাগ, মানবপ্রেম, গরিব-দুঃখী শোষিত-নির্যাতিত মেহনতি মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা, গভীর দেশপ্রেম এর মূর্ত প্রতীক হয়ে থাকবেন। তিনি আমৃত্যু গরিব মেহনতি মানুষের মুক্তির লক্ষ্যে সংগ্রাম করে গেছেন। ১৯৯০ সালের ৩১ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন।