শিরোনাম
ভোলা, ২৭ জুলাই, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, শেখ মুজিবুর রহমান একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করে দেশকে চরম রসাতলে নিয়ে গিয়েছিলেন আর তার কন্যা শেখ হাসিনা দেশের গণতন্ত্রকে হত্যা করেছে।
তিনি আরও বলেন, নতুন দল এনসিপি’র নেতাকর্মীরা হলো আমাদের ছেলে-নাতীদের বয়সী। তাদের সঙ্গে আমাদের কোন বিরোধ নেই।
হাফিজ উদ্দিন আহমেদ আজ দুপুরে জেলার তজুমদ্দিন উপজেলা বিএনপি’র ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তজুমদ্দিন উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তা ছিলেন বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক আ ক ম কুদ্দুসুর রহমান।
সম্মেলনটি উদ্বোধন করেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাছের রহমত উল্যাহ।
তজুমদ্দিন উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক গোলাম মোস্তফা মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা বিএনপি’র আহ্বায়ক গোলাম নবী আলমগীর, যুগ্ম আহ্বায়ক শফিউর রহমান কিরণ ও সদস্য সচিব রাইসুল আলম।
হাফিজ উদ্দিন আহমেদ বলেন, নতুন বাংলাদেশে ছাত্রদের অনেক ভূমিকা আছে। এনসিপি দলটা তরুণ আর বিএনপি অনেক বড় দল। তাই তাদের বিএনপি’র সিনিয়র নেতাদের নিয়ে ভেবে চিন্তে কথা বলা উচিত।
তিনি আরো বলেন, তারা রাজনীতি করুক। তারপর এক সময় সরকার গঠন করুক। তাদের জন্য শুভ কামনা রইলো।
তিনি বলেন, প্রধান উপদেষ্টা নির্বাচন দিতে চান। কিন্তু কিছু কিছু উপদেষ্টাসহ ছাত্ররা তাকে ভুল বুঝাচ্ছেন, নির্বাচন বিলম্বিত করার জন্য। বিএনপি নির্বাচনের জন্য প্রস্তুত আছে।
মেজর হাফিজ বলেন, দলের নেতাকর্মীরা যদি ঐক্যবদ্ধ থাকে, তাহলে শহীদ জিয়ার স্বপ্ন স্বাধীন ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
তিনি বলেন, আওয়ামী লীগের সঙ্গে কোন দোস্তি করবে না বিএনপি। এরা ১৭ বছর আমাদের সঙ্গে অনেক অন্যায়-অত্যাচার করছে। বিএনপি ক্ষমতায় গেলে অতীতের সকল অন্যায় অত্যাচারের বিচার করা হবে।
সকাল থেকে প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায় থেকে হাজারো নেতাকর্মী মিছিল নিয়ে সম্মেলনে যোগ দেন। ঝড়-বৃষ্টিতে ভিজেও তারা উপজেলা সদর এলাকাটিকে স্লোগানে স্লোগানে মুখর রাখেন।