বাসস
  ২৭ জুলাই ২০২৫, ১৩:০০

বিপুুল পরিমাণ ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির যাত্রাবাড়ী থানা পুলিশ। ছবি: ডিএমপি

ঢাকা, ২৭ জুলাই, ২০২৫ (বাসস) : রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ২ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির যাত্রাবাড়ী থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো মো. বাধন (২৪), আলমগীর (৩৫) ও আব্দুল মান্নান (৪৫)।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শনিবার রাতে দক্ষিণ যাত্রাবাড়ী কবরস্থান রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।