বাসস
  ২৭ জুলাই ২০২৫, ১২:১১

রংপুর মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যক্রম স্থগিত

রংপুর, ২৭ জুলাই, ২০২৫ (বাসস) : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগর শাখার আহ্বায়ক কমিটির সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ এবং সাধারণ সম্পাদক হাসান ইনাম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে শনিবার এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

এতে বলা হয়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত রংপুর মহানগর শাখার আহ্বায়ক কমিটি এবং তার অধীনে পরিচালিত সকল সাংগঠনিক কার্যক্রম স্থগিত থাকবে। তবে সংগঠনের কেন্দ্রীয় কার্যক্রম আগের মত থাকবে বলেও উল্লেখ করা হয়।